রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার । চিকিৎসকদের ধর্মঘট বুধবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৫নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা ৬ মাসের আইন কর কিশোর গ্যাং মাদক ও সন্ত্রাসীদের নিরাপদ আস্তনা আশুলিয়া  কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক  আশুলিয়ায় মুরগী ব্যবসায়ীদের প্রতারনা ঠাকুরগাঁওয়ে ঘুষ নেয়ার অভিযোগে দুই কারারক্ষীকে বরখাস্ত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও সমাবে ধর্ম অবমাননার অভিযোগে ট্রাষ্টি নলেজ কে গ্রেফতার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  আশুলিয়ায় শ্রমিক নেতাদের উপর হামলা; ৩ কর্মকর্তা আটক

সাভারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বিএনপির আহত ৩০

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
সাভারে বনগাঁও এলাকায় নর্থ সি ইকো সিটির জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এঘটনায় সাভার থানা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।
বুধবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটির বিএনপির সমর্থিত লোকজন ও থানা বিএনপির সাইফুল ইসলামের সাথে সংঘর্ষ হয়।
আহতের মধ্যে সাইফুল ইসলাম, কমর উদ্দিন, খন্দকার মোস্তাক আহমেদ রনি, আজমত আলী, মোশারফ হোসেন, ডালিম, ওয়াসিম উদ্দিন, ইদ্রিস আলী, সায়েম মোরশেদ, মকবুল হোসেন, রাহুল, আমজাদ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটির জমি নিয়ে দীর্ঘদিন ধরে সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল ইবনে হাসিবের চাচাতো ভাই তানজিলের মধ্যে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকদিন ধরে এ ঘটনায় এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছিল।
নর্থ সি ইকো সিটি এমডি আশরাফুল ইসলাম বলেন, আমার আবাসন কোম্পানীতে সাইফুল ইসলাম ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। এর আগেও দুই বার চাঁদার দাবিতে  আমার কোম্পানির অফিস ভাঙচুর করে। পরে এঘটনায় আমি একটা মামলাও করি। বুধবার আবারও চাঁদার টাকা দিতে অস্বীকার করায়, সে নিজে ভাড়া করা লোক দিয়ে সেখানে হামলা করে। এসময় আমার  ১০জনকে মারধর করে অফিস ভাঙচুর করে লুটপাট চালায়।
সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফ বলেন, ওই আবাসন কোম্পানীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবসময় আড্ডা দেয়। তারা সক্রিয় হয়ে মিছিল করতে পারে তাই আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে একটি পক্ষ মানববন্ধনও করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, বনগ্রাঁম এলাকায় নর্থ সি ইকো সিটি নিয়ে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম  ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের হিসেবে মারামারি হয়েছে। দুই পক্ষই অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত