মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার । চিকিৎসকদের ধর্মঘট বুধবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৫নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা ৬ মাসের আইন কর কিশোর গ্যাং মাদক ও সন্ত্রাসীদের নিরাপদ আস্তনা আশুলিয়া  কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক  আশুলিয়ায় মুরগী ব্যবসায়ীদের প্রতারনা ঠাকুরগাঁওয়ে ঘুষ নেয়ার অভিযোগে দুই কারারক্ষীকে বরখাস্ত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও সমাবে ধর্ম অবমাননার অভিযোগে ট্রাষ্টি নলেজ কে গ্রেফতার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  আশুলিয়ায় শ্রমিক নেতাদের উপর হামলা; ৩ কর্মকর্তা আটক

আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
সস্তা ফলে সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ফল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাইপাইল আড়ৎ ব্যবসয়ী কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় চার শতাধিক ফল ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।
এ সময় তারা বলেন, ফল কোন প্রকার বিলাসি পণ্য নয়। তাই আমরা ফলের ওপর এই বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চাই। ফলের ওপর শুল্ক বাড়ার কারণে আমাদের ব্যবসা পথে বসার উপক্রম হয়ে পড়েছে। যদি শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আগামীতে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, আমরা বাইপাইল আড়ৎ ব্যবসয়ী কল্যাণ সমিতিতে প্রায় ১২শ ফল ব্যবসায়ী রয়েছে। নতুন করে ফলের ওপর শুল্ক ধরায় কারণ আমাদের ব্যবসা প্রায় বন্ধের দিকে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যেই ফলের ওপর এই বর্ধিত শুল্ক প্রত্যাহার চাই।
সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, নতুন করে ফলের ওপর শুল্ক বর্ধিত করার ফলে সাধারণ মানুষ ফল ক্রয় করতে পারছে না। তাই আমাদের ফল বিক্রি কমে গেছে। যার ফলে ব্যবসা প্রায় পথে বসার দিকে। যদি ফলের ওপর শুল্ক প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা নতুন করে আর ফল ক্রয়-বিক্রয় করবো না। তারপরেও যদি শুল্ক প্রত্যাহার করা না হয়। তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
এ সময় তাদের হাতে নানা ধরনের লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত